Header Ads

বান্দরবানের মেঘলা পার্ক


বান্দরবানের মেঘলা পার্ক


 

চট্টগ্রাম হতে ঘন্টা দুয়েক ড্রাইভ করে বান্দরবানের প্রবেশ পথেই হাতের বাঁ দিকে পেয়ে যাবেন বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স।

Drive two hours from Chittagong of Bangladesh towards Bandarban hill town in the South East. While on the entry area of Bandarban town, you will find Meghla Porjoton Complex on your left.

 

এটি বান্দরবান শহর হতে চার কিলোমিটার দূরে।

This tourist complex is four kilometer away from Bandarban town.

 

চট্টগ্রাম হতে কেরানিরহাট হয়ে বান্দরবানের পথে পথে আপনি পাবেন পাহাড়ি জনপদের বৈচিত্রময় সব আয়োজন।

While on the way from Keranirhat of Chittagong, you will enjoy characteristic scenes of hills, lake, houses and people’s livelihoods.

 

পর্যটন কমপ্লেক্সে আপনি পাবেন মনোরম লেকে শ্যামল বন-বনানী,  লেকের উপর গাছ গাছালির   মোহনীয় ছায়া, আকাশ চুম্বি সবুজ পাহাড় ক্যাবল কার চেপে লেইকের ওপর দিয়ে উড়ে উড়ে আকাশ দেখার আনন্দ। 

Meghla Porjoton kendro or Meghla Tourism Complex:

In this tourism complex, you will have high green hills, attractive lakes,  mind striking shades of green trees on lakes and cable car over a wide lake.

 

পাহাড়, লেইক, অনুপম স্থাপত্য কর্ম, সুদৃশ্য পার্ক, অলংকরণ বৃক্ষ, ডেকোরেটেড ফুট পথ, ইত্যাদি সব মনোহারি আয়োজনে  আপনি পাবেন বৈচিত্রতার আত্ম-ভোলা সম্মোহন।

Your mind will be cherished and swung with the pleasure aggregation of the hills, lake, flowers, parks, ornamental plants, paved ways and various architectural works.

 

ঝুলন্ত ব্রিজে হাটতে হাটতে আপনি স্বাদ নিতে পারবেন দোলাচলের আর কথা বোঁটা পারবেন লেকের পানির সাথে আপন মনে গুনগুনিয়ে ।

You will be walking on the hanging bridge and have a taste of swinging while whispering to the touchable lake-water. This would be amazing and charming to your mind and soul.

 

লেকের স্বচ্ছ পানিতে ভাসতে দেখবেন রঙিন পালকের বর্ণালী হাঁসদের।  দেখবেন তাদের নবীন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যারা মা বাবার পেছনে পেছনে  লেকের ডাগর চোখ জলে জলকেলিতে মত্ত।

In the lake, you will find many colorful ducks with their chicks swimming across the wide lake with joy and thrills.

 

এ কমপ্লেক্সে  নিতে পারেন আপনি ক্যাবল কারে চড়ে বেড়ানোর স্বাদ।  ক্যাবল কারে করে আপনি উড়ে বেড়াবেন লেকের নীল জলের উপর দিয়ে - পাখির মতো দানা মেলে পালক ছড়িয়ে।  

You can fly over the watery green lake riding the cable car. You will have a taste of flying like birds spreading all the feathers of your mind and eyes.

 

লেকের এপার থেকে দেখতে পাবেন ওপারে পাহাড়ের গা বেয়ে বেড়ে উঠা ফুলময় ঝোপ-ঝাপের মেলা ও আকাশ ছোঁয়া বৃক্ষরাজির উড়ো উড়ো পত্র পল্লবের উর্মি উর্মি খেলা। আপনার মন-প্রাণ দুটোই  হারিয়ে যাবে অনাবিল আনন্দের ফল্গুধারার গহীন স্রোতের ঘূর্ণি পাকে। 

You will enjoy sweet sights clustered wildflowers, tall trees with flying leaves with winds and dancing like waves. Surely, you will lose your heart and soul in the seas of pleasures and joy.

 

এক পাক ঘুরে আসুন লেকের পাড় ধরে আর জুড়িয়ে নিন আপনার রূপ পিয়াসী নয়ন দুটিকে।

Have a long walk along the lakes’ shore and charm you eyes with amazing and glittering beauty of the lake-water. 


Related video

https://www.youtube.com/watch?v=clA8DehjbNI&t=43s

No comments

Powered by Blogger.